সুন্দরবনকে রক্ষা করতে হবে

সুন্দরবনকে রক্ষা করতে হবে

  • নিউজ ডেস্ক

সর্বজন বিপ্লবী দল সুন্দরবন রক্ষার্থে ২১ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছে। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন দলটির আহ্বায়ক প্রকৌশলী ম. ইনামুল হক।

প্রকৌশলী ম. ইনামুল হক আহ্ববান জানান ,বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দেশের সকল স্থানে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী `চ্যাম্পিয়নস অব দ্য আর্থ` পুরস্কার পেয়েছেন। তাই তাকে অবশ্যই সুন্দরবন রক্ষায় অবদান রাখতে হবে, তার হাতে সুন্দরবন ধ্বংস হতে পারে না । ১৮৭৫ সালে `সংরক্ষিত বন` হিসেবে ঘোষণা দেয়া হয় সুন্দরবনকে এবং সুন্দরবনের ৩২৪ বর্গকিলোমিটার এলাকায় বন্যপ্রাণীর তিনটি অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

আজকের সুন্দরবনের রক্ষা বিষয়ক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষিবিদ রফিক চৌধুরী, নাজিম উদ্দিন, শেখ লিয়াকত আলী, হাজী মো. শহীদ, তুসার রেহমান । favicon59

Sharing is caring!

Leave a Comment