যুক্তরাষ্ট্রের কাছে আগাম জঙ্গি হামলার তথ্য চেয়েছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের কাছে আগাম জঙ্গি হামলার তথ্য চেয়েছে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের কাছে আগাম জঙ্গি হামলার কোনো তথ্য থাকলে তা দিতে অনুরোধ করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী হামলা হওয়ার আগেই তা প্রতিরোধ করার দিকে জোর দিতে চাই।

মন্ত্রী বলেন, এসব হামলা প্রতিরোধ করতে আগাম কোনো গোয়েন্দা তথ্য থাকলে তা সরকারকে জানানোর জন্য যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে। তিনি আরে বলেন, যুক্তরাষ্ট্র এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। তাই আমরা আশা করছি তাদেরকে আমাদের পাশে পাবো।

স্বরাষ্ট্রমন্ত্রী বিবিসিকে জানান, ইতোমধ্যেই এ ব্যাপারে বাংলাদেশ সরকার ভারত ও অস্ট্রেলিয়ার কাছ থেকে সাহায্য নিচ্ছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আইএস থাকার সম্ভাবনাকে উড়িয়ে দেন। তিনি বলেন, বাংলাদেশে যেসব বিছিন্ন হামলার ঘটনা ঘটছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ সৃষ্টি। favicon59

Sharing is caring!

Leave a Comment