বর্ণমালা ইশকুলে শিক্ষা উপকরণ দিলো লায়ন্স ক্লাব

বর্ণমালা ইশকুলে শিক্ষা উপকরণ দিলো লায়ন্স ক্লাব

  • জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম

লিও জেলা ৩১৫ বি-৪ বাংলাদেশের ২০১৩-১৪ সেবা বর্ষের ক্লাব প্রেসিডেন্টের উদ্যোগে চট্টগ্রামের ‘বর্ণমালা ইশকুলে’ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় স্কুলের সুবিধা বঞ্চিত ৩০ শিশুকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

গতকাল (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের চকবাজার থানাধীন দেবপাহাড় বস্তিতে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি-৪ বাংলাদেশের গভর্ণর লায়ন মোস্তাক হোসেন এম জে এফ।

তরুণদের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোস্তাক হোসেন বলেন, গুণগত সামাজিক পরিবর্তন করতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরাই পরিবর্তনের মূল চাবিকাঠি।

বর্ণমালা ইশকুলের সমন্বয়ক রাফিউ আহমেদের সভাপতিত্বে ও সংগঠক জোবায়ের চৌধুরীর সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিজিওনাল ক্লাব চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ আলী, লিও জেলা ৩১৫ বি-৪ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট লিও জুনায়েদুর রহমান, সেক্রেটারি লিও মো. সাইফুল করিম আরিফ, আর ডি লিও কাশেম খান, লিও আনোয়ার লিও আলী হায়দার, লিও ওয়াহিদ আমান, লিও দেলোয়ার সরকার বাপ্পী, লিও হাফিজ, শিক্ষা সামগ্রী বিতরণ প্রোগ্রামের চেয়ারম্যান লিও মো. জিয়াউল হক সোহেল, বর্ণমালা ইশকুলের সংগঠক নাঈম হোসাইন, মাহাফুজুল হাসান, রোকন উদ্দিন মাহমুদ, আফতাব ইভান, সাইফা রিফা প্রমুখ।favicon59

Sharing is caring!

Leave a Comment