ম্যানহোলে শিশু, উদ্ধার অব্যাহত

ম্যানহোলে শিশু, উদ্ধার অব্যাহত

নিউজ ডেস্ক : রাজধানীর শ্যামপুর এলাকায় ম্যানহোলের গর্তে পড়ে যাওয়া শিশু নীরবের কোনো খোঁজ এখনও মেলেনি। তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।

আজ (০৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে খেলতে খেলতে ম্যানহোলের গর্ত দিয়ে সুয়ারেজ লাইনে পড়ে যায় নীরব নামের ৫ বছরের ওই শিশু।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, রাজধানীর শ্যামপুর মাঠ সংলগ্ন এলাকায় নীরবদের বাসা। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।

এ ব্যাপারে ফায়ার সা‍র্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভজন সরকার ম্যানহোলটি অনেক বড় এবং এর ভেতরে প্রচণ্ড স্রোত থাকায় শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পানিও বেশ কালো। এতে শিশুটির অবস্থান অনুমান করাও সম্ভব হয়ে উঠছে না

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

রাজধানীর শাহজাহানপুরের রেল কলোনিতে গত বছরের ২৬ ডিসেম্বর ওয়াসার একটি পরিত্যক্ত পাইপে জিহাদ নামে একটি শিশু পড়ে গিয়ে মারা যায়। ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে জিহাদকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে কয়েকজন তরুণের চেষ্টায় পাইপের ভেতর থেকে জিহাদের লাশ তুলে আনা হয়।favicon

Sharing is caring!

Leave a Comment