সাত দিন পর ‘ঘরে ফিরলেন’ জোহা

সাত দিন পর ‘ঘরে ফিরলেন’ জোহা

  • নিউজ ডেস্ক

অবশেষে নিখোঁজ তানভীর হাসান জোহাকে ফিরে পেয়েছে পরিবার। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে বাসায় দিয়ে গেছেন। গত ১৬ মার্চ দিবাগত রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে বাসায় পৌঁছে দেন বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।ঘটনার বিষয়ে আজ বুধবার দুপুরের দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তানভীরের চাচা মাহবুবুল আলম। তিনি বলেন, গতকাল দিবাগত রাত একটা থেকে দুইটার মধ্যে তানভীরকে বাসায় নামিয়ে দিয়ে গেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁরা পুলিশের গোয়েন্দা শাখার সদস্য বলে তাঁর ধারণা।

তিনি আরও বলেন, তানভীর মধ্যরাতে বিমানবন্দর এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করছিলেন বলে তাঁদের জানিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁরা তাঁকে চিনতে পেরে বাসায় পৌঁছে দেন।

বাসায় ফিরে আসার পর তানভীরকে সাংবাদিকদের সামনে আনা হয়নি। এত দিন তিনি কোথায় ছিলেন, কীভাবে নিখোঁজ হলেন—এসব বিষয় জানতে চাইলে মাহবুবুল আলম বলেন, তানভীরকে বিষণ্ন ও উদ্ভ্রান্ত দেখাচ্ছে। তাঁর সুস্থতা জরুরি। তাই তাঁর কাছে কিছু জানতে চাওয়া হয়নি। তিনি সুস্থ হলে তাঁর সঙ্গে কথা হবে। আপাতত তাঁকে নিরাপদে রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার পর তানভীর বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিচ্ছিলেন। নিজেকে তিনি সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিচ্ছিলেন। পরে আইসিটি বিভাগের পক্ষ থেকে বলা হয়, তানভীরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

এ ঘটনার পর গত বুধবার রাতে কচুক্ষেত এলাকায় অজ্ঞাত কয়েকজন তানভীরকে তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।favicon59

Sharing is caring!

Leave a Comment