বাংলাদেশ দলে নতুন তিন মুখ

বাংলাদেশ দলে নতুন তিন মুখ

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-টুয়েন্টি ম্যাচের জন্য রোববার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে তিন নতুন মুখ মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ ও মুক্তার আলি। আর বাদ পড়েছেন শুভাগত হোম, আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টি-টুয়েন্টিতে শুভাগত হোমকে নেওয়ায় নানা সমালোচনায় পড়ে বোর্ড। এমনিতে দুই ম্যাচে শুভাগত ব্যাট-বলে জ্বলে উঠতে পারেনি। আল আমিন ভালো করলেও তাকে রাখা হয়েছে দলের বাইরে। আর নতুন বোলিং সেনশেসন মুস্তাফিজ রাখা হয়েছে বিশ্রামে। ইনজুরির কারণে শেষ ২ ম্যাচে খেলতে পারছেন না মুশফিকুর রহিম। তার জায়গায় খেলবেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে রয়েছে এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপ। মুলত এই সিরিজগুলেোতে ভালো করতেই মুস্তাফিজের যেন চাপ না পড়ে, সে কারনে তাকে বিশ্রামে দিয়েছে বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচ ২০ জানুয়ারি। আর চতুর্থ টি-টুয়েন্টি হবে ২২ জানুয়ারি। সিরিজে ২-০ তে এগিয়ে আছে টাইগাররা।

বাংলাদেশ দল- মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, আরাফাত সানি, কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ শহীদ ও মু্ক্তার আলি। favicon59

Sharing is caring!

Leave a Comment