প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ

প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপ ক্রিকেটে নেদারল্যান্ডসকে ৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। বুধবার বেলা সাড়ে ৩টায় ভারতের ধর্মশালার স্টেডিয়ামে মুখোমুখি হয়ে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক পিটার বোরেন।

শুরুতে বাংলাদেশের হয়ে ব্যাটিং করেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। দলীয় ১৮ রানে (ব্যক্তিগত ১৫ রানে) আউট হন সৌম্য সরকার। ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৩ রান। এরপর দলীয় ৬২ এবং ব্যক্তিগত ১৫ রানে এলবিডব্লিউ আউট হয়ে সাজঘরে ফেরেন সাব্বির। তামিম-সাব্বির জুটিতে বাংলাদেশের ভাণ্ডারে জমা পড়ে ৪২ রান। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। দলীয় ৭৮ রানে ক্যাচ আউট হন তিনি। ইনিংসের ১৪তম ওভারে ৩ বলের ব্যবধানে আউট হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। বাংলাদেশের সংগ্রহ তখন ৫ উইকেট হারিয়ে ১১২। দলীয় ১২৭ রানে ষষ্ঠ উইকেট হিসেবে বিদায় নেন নাসির হোসেন। এরপর ১৩৭ রানে সাজঘরের পথ ধরেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। শেষ ৭ বলে ১৩ রান তুলে বাংলাদেশের সংগ্রহকে ১৫৩ পর্যন্ত টেনে নিয়েছেন তামিম ও আরাফাত সানি জুটি। ৪ বলে ৮ রান করে (এক ছক্কাসহ) অপরাজিত ছিলেন সানি। তামিম ইনিংস ওপেন করতে নেমে শেষ পর্যন্ত ৫৮ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮৩ রান করে অপরাজিত ছিলেন।

নেদারল্যান্ডসের পক্ষে পেসার ভ্যান ডার গাগটেন নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন আরেক পেসার পল ভ্যান মিকেরেন।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনাই করেছিল নেদারল্যান্ডস। তবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলতে সক্ষম হয় নেদারল্যান্ডস। ফলে ৮ রানের জয় দিয়ে এবারের টি২০ বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। favicon594

Sharing is caring!

Leave a Comment