লজ্জার হার দিয়ে বিদায় বাংলাদেশের

লজ্জার হার দিয়ে বিদায় বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে হার দিয়েই টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ। সুপার টেনে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ বল বাকি থাকতেই ৭৫ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।

আজকের ম্যাচে আগে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে, ১৫.৪ ওভার ব্যাট করে ৭০ রানেই অলআউট হয় বাংলাদেশ।

টাইগার পেসাররাই নিয়েছেন কিউইদের সবক’টি উইকেট। মুস্তাফিজ একাই নেন ক্যারিয়ার সেরা পাঁচটি উইকেট। এছাড়া, আল আমিন দুটি আর মাশরাফি একটি উইকেট তুলে নেন।

কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি।

১৪৬ রানের টার্গেটে টাইগারদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নেমে ১৫.৪ ওভারে মাত্র ৭০ রানে অলআউট হয় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, রস টেলর, গ্র্যান্ট এলিয়ট, লুক রঞ্চি, মিশেল সান্টনার, মিশেল ম্যাকক্লেনাঘান, ইস সোধি, নাথান ম্যাককালাম।favicon59

Sharing is caring!

Leave a Comment