সেঞ্চুরি করেও জয় পেল না বিরাট কোহলি

সেঞ্চুরি করেও জয় পেল না বিরাট কোহলি

  • স্পোর্টস ডেস্ক

টি-টুয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেও জিততে পারলো না তার দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।করতে পারেনি ১৮০ রানের বেশি। এদিন  গুজরাটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের ব্যাটিং পিচে ৬ উইকেটের সহজ জয় তুলে নিলো সুরেশ রায়নার গুজরাট লায়ন্স।

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৮০ রান করে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। জবাবে ৩ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গুজরাট লায়ন্স। জয়ের জন্য ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গুজরাট লায়ন্সের দুই ওপেনার ডেভন স্মিথ ও ব্রেন্ডন ম্যাককালাম শুরুটা ভালোই করেন। ওপেনিংয়ে ৫.২ ওভারে এই জুটি করে ৪৭ রান। এরপরই স্মিথ (৩২) সাজঘরে ফিরে যান। কিন্তু অন্যপ্রান্তে ম্যাককালামের ব্যাট চলছিল তার মেজাজেই। তবে দলীয় ৮৭ রানে ম্যাককালাম ২৪ বলে ৪২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। ফলে কিছুটা বিপদে পড়ে সুরেশ রায়নার দল।

এরপর তৃতীয় উইকেট জুটিতে দিনেশ কার্তিককে সঙ্গে নিয়ে জয়ের দিকে দলকে এগিয়ে নেন রায়না। কিন্তু ৪৪ বলে ৫৩ রান করা এই জুটিকে বিছিন্ন করেন চাহাল। ২৪ বলে ২৮ রানে প্যাভিলিয়নে ফেরেন রায়না। এ সময় জয়ের জন্য গুজরাটের আরো দরকার পড়ে ২৫ বলে ৪১ রান।

শেষ পর্যন্ত দিনেশ কার্তিক (৫০ ) ও রবীন্দ্র জাদেজার (১২ ) ব্যাটিং দৃঢ়তায় ৩ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে গুজরাট লায়ন্স। ম্যাচ সেরা নির্বাচিত হন বিরাট কোহলি। favicon59

Sharing is caring!

Leave a Comment