টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মালিক

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মালিক

স্পর্টস ডেস্ক: ২০১০ সালের পর দীর্ঘদিন পাকিস্তানের টেস্ট দলের বাইরে ছিলেন শোয়েব মালিক। আবার যে টেস্ট ক্রিকেটে ফিরতে পারবেন, এমন আশা হয়তো ছেড়েই দিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আবার দলে ডাক পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই পাকিস্তানি অলরাউন্ডার।

ব্যাট হাতে খেলেছেন ক্যারিয়ারসেরা ২৪৫ রানের ইনিংস। সব ধরণের ক্রিকেট মিলেই এটাই তার সর্বোচ্চ ইনিংস। ৪২০ বলের ওই ইনিংসে ২৪ চার ও ৪ ছক্কা মারেন তিনি। করেছেন ক্যারিয়ারসেরা বোলিংও।৩৩ রানে নেন চার উইকেট। এই অফ স্পিনারের আগের সেরা বোলিং ছিল ৪২ রানে চার উইকেট। মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মালিক সবাইকে হতবাক করে দিয়ে অবসরের ঘোষণা দেন। আর এর জন্য এটাই ‘সঠিক সময়’ বলে জানান তিনি।

টেস্ট থেকে অবসর নিলেও সীমিত ওভারের ক্রিকেট আরো বেশ কিছুদিন খেলে যাওয়ার পরিকল্পনা করছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। ২০১৯ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার পরিকল্পনাও আছে তাঁর। তিনি বলেছেন, ‘মানসিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর আমি আরো আগেই নিয়েছিলাম। এখন আমি ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি মনোযোগ দিতে চাই।’

২০০১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর ৩৪টি ম্যাচ খেলে ১৮৫০ রান করেছেন শোয়েব। বল হাতে নিয়েছেন ২৫টি উইকেট। favicon

Sharing is caring!

Leave a Comment