মাইক্রোসফটকে বিদ্রূপ করলেন টিম কুক

মাইক্রোসফটকে বিদ্রূপ করলেন টিম কুক

ফিচার ডেস্ক: বাজারে এসেছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত হার্ডওয়্যার আইপ্যাড প্রো-ট্যাবের। আপাতত তা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। আইপ্যাড প্রো-এর প্রচারণা সফরে টিম কুক দাবি করেন— ‘এই ট্যাবলেট ডেস্কটপকে প্রতিস্থাপিত করবে।’

কীবোর্ড আর স্টাইলাসের মতো ফিচার যোগ হওয়ায় এবার অনেকেই এই ট্যাবলেটকে সারফেস প্রো-এর সাথে তুলনা করেছেন। কিন্তু কুক প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতে দিতে নারাজ তাই তিনি প্রতিদ্বন্দ্বী ট্যাবলেটের বিরুদ্ধে কিছু কথা বলেছেন।

আইরিশ একটি কলেজে প্রচারণা চালাতে গিয়ে তিনি বলেন— ‘সারফেস প্রো এমন একটি জিনিস, যেটি অনেক বেশি কিছু করার চেষ্টা করছে।এটি যেমন ট্যাবলেট থাকতে চায়, আবার নোটবুকও হতে চায়। কিন্তু দিন শেষে সারফেস প্রো কিছুই হতে পারেনি। এটি এক ধরনের প্রতারণা।’ তবে মাইক্রোসফটকে নিয়ে এই প্রথম বিদ্রূপ করেননি কুক। এর আগে ২০১২ সালে ট্যাবলেট-ল্যাপটপ হাইব্রিড নিয়েও তিনি বিদ্রূপ করেছিলেন। সেবার তিনি বলেছিলেন, ‘আপনি চাইলে টোস্টার এবং রেফ্রিজারেটরকে এক করে ফেলতে পারেন, কিন্তু এসব জিনিস মনে হয় না কারো পছন্দ হবে।’

২০১৫ সালে কুক নিজেই যখন কিবোর্ড, স্টাইলাস এবং বড় স্ক্রিনের আইপ্যাড প্রো উন্মুক্ত করলেন ঠিক তখন মাইক্রোসফটের উইন্ডোজ এবং ডিভাইসের প্রধান টেরি মায়ারসন তাঁর নিজ টুইটারে টোস্টার এবং রেফ্রিজারেটর একত্রিত করে একটি ছবি আপলোড করেন! এই বিদ্রুপকে হয়তো মেনে নিতে পারেন নি কুক। তাই এর জবাব দিতেই মুখ খুলেছেন অ্যাপলের প্রধান নির্বাহী। favicon

Sharing is caring!

Leave a Comment