কমী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এইচপি

কমী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এইচপি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : এ বছর তিন হাজার কর্মী  ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে এইচপি ইনকরপোরেশন। মূলত প্রতিষ্ঠানটিকে একটু ঢেলে সাজাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এইচপির জানিয়েছে। সংবাদ : রয়টার্স।

এইচপির পক্ষ থেকে বলা হয়েছে , আগামী তিন বছরের মধ্যে সর্বমোট ৩৩ হাজার ৩০০ জনকে ছাঁটাই করা হবে। আর এ বছর এক হাজার ২০০ কর্মীকে  এইচপি থেকে বিদায় নিতে হবে। ১২ শতাংশের মতো মুনাফা কমে গেছে গত বছরের শেষের দিকে এবং সেই সাথে কমেছে পিসি ও প্রিন্টারের বিক্রিও। তবে  পিসি বিক্রির হার কমেছে আশঙ্কাজনকভাবে। এমনকি উইন্ডোজ ১০ মুক্তি পাওয়ার পরও এইচপি তাদের পিসি বিক্রিতে কোনো অগ্রগতি করতে পারেনি।

আর এসব কারণেই প্রতিষ্ঠানটির আয় ও ব্যয়ের হিসেবে বিভেদ দিনের পর দিন বেড়েই চলছে। তাই এ অবস্থা থেকে একটু অগ্রগতির জন্য  কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে নিয়েছে এইচপি ইনকরপোরেশন। favicon594

Sharing is caring!

Leave a Comment