আসুসের নতুন প্রজেক্টর

আসুসের নতুন প্রজেক্টর

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

আসুসের নতুন দুটি মিনি পোর্টেবল প্রোজেক্টর বাজারে এসেছে। প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুসের পি৩বি এবং এস১ মডেলের প্রজেক্টর দুটি দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

এই প্রজেক্টর দুটির লাইট সোর্স লাইফ ৩০ হাজার ঘণ্টা এবং প্রজেক্টর দুটি ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। এই প্রজেক্টর দুটির সঙ্গে আছে বিল্ট-ইন ব্যাটারি যা তিন ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়াও থাকছে ডাস্ট রেজিস্ট্যান্স সুবিধা।

আসুসের এই নতুন দুই পণ্যতে দুই বছর ও ব্যাটারিতে এক বছর ওয়ারেন্টি পাওয়া যাবে। favicon59

Sharing is caring!

Leave a Comment