সেলফি তুলে গ্রেপ্তার

সেলফি তুলে গ্রেপ্তার

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর ব্যবহারকারীদের সেলফি তোলাটা বলা যায় অভ্যাসে পরিণত হয়েছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস খুললেই দেখা যায় নানা ধরনের সেলফি। যে যখন যে অবস্থায় থাকেন, সেই অবস্থায় সেলফি তুলে শেয়ার করে। ফলে সেলফি প্রায় সময়েই খবরের শিরোনাম হয়ে উঠছে।

পৃথিবীর বিভিন্ন দেশে সেলফি নিয়ে ঘটছে নানা আলোচিত, সমালোচিত কিংবা দুঃখজনক ঘটনা। এমনকি সেলফি তুলে অপরাধী ধরা পড়ার ঘটনাও বিশ্ব জুড়ে নেহাত কম নয়। এর মধ্যে কিছু ঘটনা নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক নিউজ পোর্টাল বিজনেস ইনসাইডার। সুইডেনের দুই কিশোরী একটি রেস্টুরেন্টে ডাকাতিতে যাওয়ার আগে ছুরি হাতে সেলফি তুলে।

পরবর্তীতে রেস্টুরেন্টে গিয়ে ডাকাতি শেষে পালিয়ে যায়। ঘটনার মাত্র ৪৭ মিনিটের মধ্যে স্থানীয় পুলিশ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের মাধ্যমে তাদের বাড়িতে হানা দিয়ে তাদের গ্রেফতার করে এবং মোবাইলে ঘটনার পূর্বপ্রস্তুতির প্রমাণস্বরুপ সেলফি পায়। আর উদ্ধার করা হয় লুট করা ব্যাগ ভর্তি টাকা। favicon59

Sharing is caring!

Leave a Comment