টুইটার ছাড়ছেন ৬ কর্মকর্তা

টুইটার ছাড়ছেন ৬ কর্মকর্তা

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : কিছুটা কঠিন সময়ের মুখোমুখি মাইক্রো ব্লগিং সাইট টুইটার। গত সপ্তাহে টুইটারের শেয়ার মূল্য তাদের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যাক কমে গিয়ে ১৭.৮৪ ডলার হয়। এ ধাক্কার রেশ কাটতে না কাটতেই সম্প্রতি জানা গেছে, টুইটারের আরো একটি দুঃসংবাদ।

টুইটারের শীর্ষ পর্যায়ের ৫ কর্মকর্তা প্রতিষ্ঠানটি ত্যাগ করছেন। প্রকাশিত তথ্য মতে, টুইটারের প্রোডাক্ট হেড কেভিন উইল, গ্লোবাল মিডিয়া হেড কেটি জ্যাকব স্ট্যান্টন, ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স রোয়েট্টার, হিউম্যান রিসোর্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট ব্রিয়ান স্কিপার ও টুইটারের ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ভাইনের হেড জেসন টফ টুইটার ছাড়ছেন।

ফলে ৩ মাসে আগে টুইটারের প্রধান নির্বাহী হিসেবে জ্যাক ডর্সিকে দায়িত্বের মাধ্যমে টুইটারকে নতুন করে ঢেলে সাজানোর এ মুহূর্তটায় আরো কঠিন সময় পার করছে টুইটার।

Sharing is caring!

Leave a Comment