মেসেঞ্জারে যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার

মেসেঞ্জারে যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক 

পাঁচ বছর আগে ইনস্ট্যান্ট মেসেজিংয়ের জন্য ফেসবুক নিয়ে আসে স্মার্টফোন অ্যাপ্ ‘ফেসবুক মেসেঞ্জার’। বর্তমানে বিশ্বুজড়ে প্রায় ৯০ কোটি ব্যবহারকারী এই অ্যাপটি ব্যবহার করছেন। সংবাদ :  ফোন এরিনা ডটকম।

ব্যবহারকারীদের জন্য নতুন শর্ট লিংক ‍সুবিধা নিয়ে আসার ঘোষণা দিয়েছে ফেসবুক মেসেঞ্জার। শর্ট লিংকের মাধ্যমে মেসেঞ্জারেও ব্যবহারকারীর সংক্ষিপ্ত ঠিকানা তৈরি করা যাবে।  এই শর্ট লিংকে ক্লিক করলে সরাসরি ওই ব্যবহারকারীর সঙ্গে চ্যাটবক্স ওপেন হবে।

এছাড়াও ব্যবহারকারীদের জন্য আরও নতুন ফিচার যোগ করা হচ্ছে মেসেঞ্জারে।  শুভেচ্ছাবার্তা পাঠানোর সুবিধা চালু করবে অ্যাপটি। যা পপ-আপ আকারে চ্যাটিংয়ের শুরুতেই দেখা যাবে।

দিন দিন  ফেসবুকের মাধ্যমে পণ্য কেনাবেচা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করেদ্রুত গ্রাহকসেবা দিতে পারবে ব্যবহারকারীরা। ফেসবুক মেসেঞ্জারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব নতুন ফিচার চালু হতে। favicon59

Sharing is caring!

Leave a Comment