চাকরির খোঁজও দেবে গুগল

চাকরির খোঁজও দেবে গুগল

  • ক্যারিয়ার ডেস্ক

অনলাইনে বিভিন্ন তথ্য খোঁজার পাশাপাশি এখন থেকে গুগলে পছন্দের চাকরির তথ্যও মিলবে। নতুন এ সুবিধা দিতে মঙ্গলবার থেকে ‘জব’ সার্চ ফিচার চালু করেছে গুগল।

প্রাথমিকভাবে কেবলমাত্র যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা এ সুযোগ পাবে। সার্চ বারে থাকা ‘জব’ অপশনে ক্লিক করে পছন্দের চাকরির কথা লিখে সার্চ দিলেই বিভিন্ন চাকরির সাইটে প্রকাশিত সহায়ক চাকরির তথ্য লিংকসহ প্রদর্শন করবে গুগল। লিংকগুলোতে ক্লিক করলে সরাসরি নিয়োগকারী প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি পাওয়া যাবে। নিয়োগকারী প্রতিষ্ঠান সম্পর্কে সাবেক ও বর্তমান কর্মীদের মতামত বা রেটিংও প্রকাশ করবে গুগল। ফলে আবেদনের আগেই প্রতিষ্ঠানটি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। শুধু তাই নয়, আবেদনকারীর অবস্থান থেকে প্রতিষ্ঠানের দূরত্ব কত তাও জানাবে।

সূত্র : ডেইলি মেইলfavicon59-4

Sharing is caring!

Leave a Comment